ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো আলী হোসেন পনি স্মৃতি সংসদ
- Update Time : ০৬:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আলী হোসেন পনি স্মৃতি সংসদ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মরহুমের বড়পুলের বাড়ীতে জমায়েত হয় সংগঠনের সদস্য সহ আলী হোসেন পনির শুভাকাঙ্ক্ষীরা।এখান থেকে শোভা যাত্রা সহ শহীদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণের সময় সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী। সাধারন সম্পাদক রাকিবুল হাসান পিয়াল।আলী হোসেন পনির সহধর্মিণী ও টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স।আলী হেসেন পনি স্মৃতি সংসদের সহ সভাপতি সুদর্শন সাহা।সহসভাপতি কামরুল হাসান বেলাল।সহসভাপতি আবদুল মালেক। এ-প্রজন্মের তারকা লালন শিল্পী “দিব্য জ্ঞানী”সংগঠনের কর্ণধার সূচনা শেলী।
আলী হোসেন পনি স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো:মাসুদ রানা।টাউন মক্তবের অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়া চক্রবর্তী।যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা টিয়া ও জিল্লুর রহমান দিলু।সহ-সাংগঠনিক সম্পাদক মেকাবুল হাসান মিরাজ।প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছামাদ।দপ্তর সম্পাদক আলী সাদমান রুদ্র। মো:আক্তারুজ্জামান মোল্লা স্বপন, মহিউদ্দিন খান, মনিরুল ইসলাম সহ অসংখ্য গুনোগ্রাহী উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য প্রদান করেন সূচনা শেলী,ছায়া চক্রবর্তী প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়