নানা আয়োজন : কালুখালী উপজেলা শিশু সংসদের সভাপতি মামুন, সম্পাদক রাজিব
- Update Time : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী শিশু সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে কালুখালী উপজেলা শিশু সংসদের ২০২৩ কার্যকরী কমিটি। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ মামুন শেখ ও সাধারন সম্পাদক হয়েছেন মোঃ রাজিব দেওয়ান।
গত শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫ টায় রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে শিশু সংসদের বার্ষিক সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সম্মাননা ২০২২ অনুষ্ঠানে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিউল ইদ্রিস, মোঃ আকাশ সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসিফ মন্ডল, সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন, সাহিদা পারভীন।
জানা যায়, এই শিশু সংদের মূল উদ্দেশ্য হলো দারিদ্র শিক্ষার্থীরা যেন অর্থের কারণে শিক্ষা জীবন থেকে ঝড়ে না যায়। এবং বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারে ও মাদক মুক্ত থাকতে পারে।
সভাপতি মোঃ মামুন শেখ বলেন, আমি বিশ্বাস করি আজ যারা এই সংগঠনের নেতেৃত্বে এসেছে তারা এই সমাজ থেকে বাল্য বিয়ে প্রতিরোধ ও মাদক মুক্ত উপজেলা গঠনের সার্বিক সহযোগিতায় কাজ করে যাবে।তিনি আরও বলেন, ইতিমধ্যে আমাদের কালুখালী উপজেলা শিশু সংসদ উপজেলার বাল্য বিয়ে, মাদক বিরোধী সচেতনতা এবং উপজেলার মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন। সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়