পাংশায় প্রতারণার মামলায় প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

- Update Time : ০৭:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধী স্কুল খুলে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ২০১৮ সালে উপজেলার বাহাদুরপুরে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ডিসএ্যাবল্ড স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্থানীয় আল মামুন সিদ্দিকী নামের ওই ব্যক্তি। স্কুলটির নামকরণ করেন নিজের বাবার নামে। নিজেই হন প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটি চালু করার পর থেকে প্রতিবন্ধী, বিধবা,বয়স্ক কার্ডের নামে প্রতারণার জাল বুনেছেন তিনি। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে ১ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
গত ১৯ এপ্রিল (বুধবার) উপজেলা সরিষা ইউনিয়নের রহিমা আক্তার সাথী বাদী হয়ে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজএ্যাবল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তার ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। বুধবার রাতে বাহাদুরপুর নিজবাড়ী থেকে আল মামুন সিদ্দিকী ও তার ভাই কাজল মাহবুবকে গ্রেপ্তার করে পুলিশ।
এ জাহারে বাদী উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ ডিসেম্বর ২০২০ তারিখে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজএ্যাবল স্কুল এ্যান্ড কলেজে রহিমা আক্তার সাথীকে মহিলা শিক্ষিকা হিসাবে নিয়োগ দেয়। পরবীতে প্রতিষ্ঠানটি জাতীয় করন ও প্রতিষ্ঠানে স্থায়ী ভাবে নিয়োগ দেওয়ার কথা বলে রহিমা আক্তার সাথীর কাছ থেকে এক লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা বলেন,পাংশা বাহাদুরপুর ইউনিয়নের আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজএ্যাবল স্কুল এ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তার ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন রহিমা আক্তার সাথী মামলা নং ১৪। পরে পাংশা মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়