শ্বশুর বাড়ী বেড়াতে এসে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
- Update Time : ০৯:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ২৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শ^শুর বাড়ী বেড়াতে এসে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে জাকির হোসেন (৪০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
তিনি মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
রবিবার দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মধ্যডাঙা গ্রামের মহব্বত শেখের বাড়ীতে বিয়ের দাওয়াত খেতে আসেন জাকির হোসেন। দাওয়াত শেষে শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার বারইডাঙ্গা গ্রামে তাঁর শ^শুর আবদুল হাই মন্ডলের বাড়িতে যাচ্ছিলেন। পথে মল্লিকপাড়া খানকা শরীফের সামনে যাওয়ার পর গোয়ালন্দ মোড় থেকে খানখানাপুর বাজারগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এঘটনায় বর্ষণ ভক্ত নামে মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। তাঁর মোটরসাইকেল জব্দ করে আহলাদীপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়