ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে রাজবাড়ীর কন্যা উম্মে সালমা তানজিয়ার যোগদান
- Update Time : ০৯:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ আজ ১৩ই জুলাই ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া যোগদান করেন।
বৃহত্তর ফরিদপুর তথা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কৃতি সন্তান উম্মে সালমা তানজিয়া মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার পিতা মরহুম গহর মন্ডল পাংশা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বড় ভাই মরহুম মঞ্জুর মোর্শেদ সাচ্ছু মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অপর বড় ভাই শফিকুল মোর্শেদ আরুজ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান। আরেক বড় ভাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আমিরুল মোরশেদ খসরু একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ।
বিদায়ী বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস বিদায় ও নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১২ জুলাই রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের বাসভবনে ময়মনসিংহে বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস বিদায় ও নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নেপের মহাপরিচালক মো: শাহ আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজার রহমান, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সহকারী কমিশনারবৃন্দ (ভূমি)।
বিদায়ী বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস সমবায় অধিদপ্তর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
ময়মনসিংহ নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া যোগদানের পূর্বে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ময়মনসিংহ বিভাগের ৬ষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করলেন। এর আগে তিনি ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবেও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়