স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- Update Time : ০৭:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ২৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমরা গড়বো রাজবাড়ী”- এ শ্লোগানকে সামনে রেখে মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন নাহার, স্বপ্নের রাজবাড়ী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, অপর প্রধান শিক্ষক মমতাজ বেগম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা মিতা। পরে শাতাধিক শিক্ষার্থীর হাতে কাঁঠাল, জাম ও আমলকির চারা তুলে দেয়া হয়।
সভাপতির বক্তৃতা স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি বলেন, রাজবাড়ীবাসীর উন্নয়নে নানা মুখি কর্মকান্ড বাস্তবায়ন করছে স্বপ্নের রাজবাড়ী। বৃক্ষ নিধনের ফলে গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের জন্য সুখের সংবাদ নয়। তাই পৃথিবীকে রক্ষা করতে হলো বৃক্ষ রোপন করা জরুরী। সে কারণে আমরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিচ্ছি। তারা নিজ নিজ বাড়ীর আঙ্গিনায় এ সব গাছের চারা রোপন এবং পরিচর্যা করবে।
প্রধান অতিথির বক্তৃতায় কাজী কেরামত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চলতি মৌসুমে গাছের চারা রোপন করার নির্দেশ দিয়েছেন। যার অংশ হিসেবে মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী গাছের চারা রোপন ও বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। স্বপ্নের রাজবাড়ী আরো বেশি মানবিক কাজ করে যাবে সে প্রত্যাশা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়