রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
- Update Time : ০৯:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, এ দিবস উপলক্ষে নানা বিষয়ে আয়োজিত প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বক্তৃতা করেন, সাবেক সভাপতি দাউদ মোল্লা, সহ-সভাপতি গোলাম মওলা টোকন, সাবেক সহ-সভাপতি আব্দুল করিম মোল্লা ও জিপু, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সিয়াম হোসাইন, সদস্য মাহমুদা করিম, সাজেদা বেগম, লুৎফর নাহার লতা, স্থানীয় বাসিন্দা মোঃ আলাউল হক বিশ^াস খোকনসহ অন্যান্যরা। সভার সঞ্চলনায় ছিলেন, সহকারী শিক্ষক নাসরিন আক্তার।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জনকে পুরুস্কার প্রদান এবং দোয়া ও মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়