রাজবাড়ীতে ছাত্রলীগের নেতাকে গুলি করে হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ
- Update Time : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ৩০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলায় শেখ সুমন সবুজ (৩২) নামের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যাকান্ডে জড়িত অস্ত্রধারী খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদী সমাবেশ ও স্বারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
নিহত শেখ সুমন সবুজ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা শামসুল আলম শেখের ছেলে। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। পদ্মা নদীর পাড়ে উড়াকান্দায় বালুর চাতালের ব্যবসা ও গল্পগৃহ রিসোর্টে বিভিন্ন রাইডের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
কর্মসূচির শুরুতে দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আমতলায় প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ। বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইমরান, সাধারণ সম্পাদক কামাল খান, পৌর কমিটির সভাপতি আরফানুল হক, সাধারণ সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান, রাজবাড়ী সরকারি কলেজ কমিটির সাধারণ সম্পাদক দেব জ্যোতি নাগ। কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হত্যাকান্ডে জড়িত অস্ত্রধারী সকল খুনিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন। তাঁরা এবিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে নেতাদের আশ^স্ত করেন।
২৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন সবুজ। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে মঙ্গলবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার গোলাম মোস্তফা ও আজিজুল ইসলাম ওরফে যুবরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়