বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

- Update Time : ১০:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বহরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হচ্ছে না। এর পাশাপাশি পরিষদের কর্মকাণ্ডে স্বচ্ছতা নেই এবং প্রকল্প বাস্তবায়নে রয়েছে চরম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল। বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আবুল কালাম আজাদ বকুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নবীয়াল ফকির, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবুল হোসেন শেখ, সাবেক ইউপি সদস্য রাকিবুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রদলের আহ্বায়ক সজল আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়