রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

- Update Time : ০৯:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ২৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গত রবিবার রাতে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ কামরুজ্জামান শিকদার, এসআই এএসএম ইছাখান, এসআই আলেয়া আক্তার, এএসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত জিআর- ৩৬৪/১৪, টিআর-৯৫/১৬ এর পরোয়ানাভূক্ত আসামী হিরো, পিতা- মাজেদ শেখ, সাং- চন্দনী, জিআর নং-৩৬৪/১৪, টিআর- ৯৫/১৬ এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সুমন, পিতা- সাধন ভৌমিক, সাং- চন্দনী,
দায়রা নং-৭৩৪, জিআর-২৪৯/২১ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ সুজন শেখ, পিতা-মমিন শেখ, সাং-শ্রীপুর (নোয়াখালীপাড়া), সিআর-১২৯৫/২২ এর পরোয়ানাভূক্ত আসামী হাফিজুল মোল্লা, পিতা-মোঃ কাসেম মোল্লা, সাং-শাইলকাঠি, সদর সিআর-১২৯৫/২২, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮ পরোয়ানাভূক্ত এর আসামী রানা মোল্লা, পিতা-মোঃ কাসেম মোল্লা, সাং-শাইলকাঠি, পোঃ ঘোষের কুঠি, উভয় থানা ও জেলা-রাজবাড়ীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়