রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
- Update Time : ১০:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, থানা এলাকায় ওয়ারেন্ট ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এসআই/(নিঃ) মোঃ মাসুদ মুন্সী, এসআই মোঃ হুমায়ন রেজা, এসআই মাহবুবুল আলম, এসআই মোঃ আবু তালেব, এসআই মোঃ মনিরুজ্জামান মাতুব্বর, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ আসামী ১। মোহাম্মদ রিয়াজ উদ্দীন(২৪), পিতা-আনোয়ার হোসেন, মাতা-বেবী আকতার, গ্রাম- পূর্ব গুমান মর্দন, ৫নং ওয়ার্ড, উপজেলা/থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম, ২. মোঃ লালন খাঁন(২৫), পিতা- মৃত রহমত খান, গ্রাম- কোমরপাড়া, ৩. মোঃ রাজিব খান(৩২), পিতা- মোঃ মোতালেব খান, গ্রাম- আলাদিপুর (মধ্যপাড়া),
৪। মোঃ আবুল কালাম শেখ(৪০), পিতা-মোঃ কুড়াল শেখ , গ্রাম- আহলাদীপুর, ৫। মোঃ জীবন বিশ্বাস(২১), পিতা-মোঃ মুক্তার বিশ্বাস, গ্রাম- রামকান্তপুর, ৬। মোঃ বিজয় শেখ(২০), পিতা- নিজাম শেখ, গ্রাম- রামকান্তপুর, ৭। শ্রীকৃষ্ণ চন্দ্র সরকার, পিতা- শিবনাথ চন্দ্র সরকার, সাং- হাটজয়পুর, উভয় থানা ও জেলা- রাজবাড়ীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়