রাজবাড়ীতে সেলাই মেশিন, ফুটবল, বাইসাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে ফাইল ক্যাবিনেট বিতরণ
- Update Time : ০৫:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ৩৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে ৮০টি সেলাই মেশিন, ১০টি বাইসাইকেল এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১টি ফাইল ক্যাবিনেট ও ২টি করে ফুটবল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সে সময় এমপি কন্যা, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আলেয়া বেগম প্রমুখ।
জানাগেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে ৮০টি সেলাই মেশিন, ১০টি বাইসাইকেল এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফাইল ক্যাবিনেট ও ৩শ ফুটবল বিতরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়