গোয়ালন্দে ফেনসিডিল সহ দুই পরিবহন যাত্রী গ্রেপ্তার
- Update Time : ০৯:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৪৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজের সামনে পরিবহনে তল্লাশি চালিয়ে ফেনসিডিলি সহ জসিম মোল্লা (৩৬) নামের এক পরিবহন যাত্রীকে গ্রেপ্তার করেছে।
বুধবার সকাল ১০ টার দিকে তল্লাশিকালে পুলিশ তাকে ১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে। সে মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামের তৈজদ্দিন মোল্লার ছেলে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ একই স্থান থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ সামাদুল ইসলাম (৩৫) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে। সে মেহেরপুরের গাংনি উপজেলার সাহারবাটি গ্রামের মৃত সামছুদ্দিন এর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, নিয়মিত তল্লাশির তল্লাশির অংশ এসকল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের শেষে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়