পাংশায় মোটরসাইকেল চাপায় পরিবার পরিকল্পনা বিভাগে অবসরপ্রাপ্ত নারী কর্মকর্তা নিহত
- Update Time : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ২৯৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় প্রতিবেশীর বাড়ীতে ইফতারী দিয়ে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল চাপায় হালিমা খাতুন (৬৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি পাংশা পৌরসভার গুধিবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। হালিমা খাতুন পরিবার পরিকল্পনা বিভাগে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার স্বামী ছিলেন স্কুল শিক্ষক তিনিও মারা গেছেন। ২ কন্যা সন্তান তাদেরও বিয়ে হয়েছে, রয়েছে নাতী নাতনী।
শুক্রবার রমজানের প্রথম দিনে ইফতারের পূর্ব মহুর্তে প্রতিবেশীর বাড়ীতে ইফতার দিয়ে বাড়ী ফিরে আসার পথে পৌরসভার গুধিবাড়ী গ্রামে শাহজুঁই (রহঃ) মাজারের নিকটে দ্রুতগতির মোটর সাইকেল তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কালুখালী উপজেলার গান্দিমারা এলাকায় তার মৃত্যু হয়।
পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইফতে খায়রুল আলম প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিবার বিনা ময়না তদন্তে লাশ পাবার আবেদন করলে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে লাশ দাফনের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়