রাজবাড়ীতে রেলওয়ের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ
- Update Time : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৬১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী রেলের উন্নয়নের জন্য রেলের জমিতে অবৈধ স্থাপনা ও বাসিন্দাদের তিন দিনের মধ্যে উচ্ছেদের জন্য ঘোষনা দিয়েছে রাজবাড়ী রেলওয়ে।
সোমবার বেলা ১১টার দিকে রেলের জমিতে বসবাসকারীরা উচ্ছেদের প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী রেলের প্রকৌশলী গৌতম বিশ্বাসের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
জানাগেছে, গতকাল রাজবাড়ী রেলওয়ের উন্নয়নে মাইকিং করে ৩ দিনের মধ্যে রেলওয়ে অবৈধভাবে দখলকৃত জমি ও স্থাপনা ছেড়ে দিতে নোটিশ দেন এবং নিদ্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ দখলকৃত স্থান ছেড়ে না দিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় রাজবাড়ী পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ সহ রেলের জায়গায় বসবাসকারী ও ব্যবসায়ীরা।
পড়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়