রাজবাড়ীতে ট্রাক চাপায় পথচারী নারীর মৃত্যু, ঘাতক ট্রাক ও চালক আটক

- Update Time : ০৮:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১০৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকায় দ্রুত গতির দশ চাকার একটি ট্রাক চাপায় রেশমা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মোছাঃ রেশমা খাতুন পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকার মোঃ ইউনুস আলী খানের স্ত্রী।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) সকাল ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার পর পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাক (ফরিদপুর- ট- ১১- ০২৯১) ও ট্রাকের চালক লিটন কুমার মন্ডল (৩৭)কে আটক করেছে। আটককৃত ঘাতক ট্রাকের চালক লিটন কুমার ফরিদপুর চরভদ্রাশনের অমরপুরের সূর্য্যে কুমার মন্ডলের ছেলে।
রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে রেশমা খাতুন তার নাতনীকে মাদ্রাসায় পৌছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ঘাটগামী একটি দশ চাকার বড় ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রেশমা খাতুন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।
পাংশা হাইওয়ে থানা পুলিশের মোঃ আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়