গুলিতে নিহত ডিজিএফআইয়ে কর্মরত বিমান বাহিনীর কর্মকর্তা রুশদির পাংশার গ্রামের বাড়ীতে দাফন
- Update Time : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ২৬৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
পার্বত্য জেলা বান্দরবানে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে ডিজিএফআইয়ে কর্মরত বিমান বাহিনীর কর্মকর্তা রেজওয়ান রুশদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক র্যাব সদস্য।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আএসপিআর। নিহত বিমান বাহীনীর কর্মকর্তা রেজওয়ান রুশদি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডাঃ আব্দুল মতিনের ছেলে। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা চক্ষু হাসপাতাল চত্বরে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টেরমেন্টে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সোয়া ৩টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্স ৬৫০ হেলিকপ্টারে করে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় জর্জ স্কুল মাঠে হাজারো মানুষের ঢল নামে। গার্ড অব অনার প্রদান কালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমান বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়