বালিয়াকান্দির ৪ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা
- Update Time : ০৬:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে খাদ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে এই ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এর নের্তৃত্বে অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশ সহযোগিতা করেন।
জানাযায়, বালিয়াকান্দির বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জামালপুর বাজারের মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ও বিসমিল্লাহ্ হোটেলকে খাদ্যপণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ৩ হাজার করে ৬ হাজার, রত্না মিষ্টান্ন ভান্ডারকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৫ হাজার এবং মিকরাইল স্টোরকে প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৫ হাজার সহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪২, ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে বালিয়াকান্দির জামালপুর বাজারের ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়