গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ফেসবুক আইডি হ্যাক, বিভিন্ন ব্যাক্তির নিকট টাকা দাবি
- Update Time : ০৬:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, শনিবার দুপুর ১২ টার দিকে তিনি তার মোস্তফা মুন্সি (mostafa munshi) নামক ফেসবুক আইডিতে ঢুকতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। তার কিছু সময় পরেই আমার পরিচিত এবং ফেসবুক ফ্রেন্ড মো. ছরোয়ার হোসাইন আমাকে জানান অজ্ঞাতনামা এক ব্যাক্তি আমার ফেসবুক ম্যাসেন্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে নগদ ও বিকাশ -০১৬৩৫-৩৯৪১৭০ নম্বরে টাকা চাচ্ছে। এতে তার ধারণা হয় কোনো অজ্ঞাতনামা ব্যাক্তি অসৎ উদ্দেশ্যে তার ফেসবুকের একাউন্ট হ্যাক করেছে। এর মাধ্যমে ওই হ্যাকার আমার পরিচিত লোকজনের নিকট বিভিন্ন অংকের টাকা চাচ্ছে। যাতে আমার মানহানিসহ সমাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের দেয়া অভিযোগ পত্রটি পেয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা এবং আইডিটি উদ্ধারের চেষ্টা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়