পূজা উদযাপন পরিষদ থেকে অব্যাহতি দেয়া হলো অরুন কুমার সরকারকে
- Update Time : ১০:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরুন কুমার সরকারকে পদ সহ সংগঠনের সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ২ মে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল অরুন কুমার সরকারকে কারণ দর্শানোর নোটিশ করা হয়।
তবে জবাব না দিয়ে বিষয়টা এড়িয়ে গেছেন। সেই সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিষদগার করেছেন।
যা সংগঠনের শৃঙ্খলা বিরোধী ও সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। যে কারণে পদ সহ সংগঠনের সকল সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে, অরুন কুমার সরকার বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। বরং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাড়ে ৩ বছর ধরে জেলা কমিটির মিটিং হয় না। সরকারী বরাদ্দের ২টন চালের কোন হিসাব প্রদান করা হয় নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়