রাজবাড়ীর ১৫ গুনিজন’কে সম্মাননা প্রদান ও দু’দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
- Update Time : ০৯:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৫৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শিল্পকলা একাডেমির আয়োজনে ১৫ গুনিজন’কে সম্মাননা প্রদান ও ২ দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব উদ্বোধন রাজবাড়ীতে শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে গুনিজন সম্মাননা প্রদান করা হয়েছে। সেই সাথে দুই দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়।
জেলার সদর উপজেলা, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে ১৫ জনকে এ সম্মাননা দেওয়া হয়।
রবিবার বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মামনা প্রদান ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করা হয়।
নাট্যকলা, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, যাত্রাপালা, যন্ত্র সঙ্গীত, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন বছরের গুনীজন সম্মননা এক সাথে প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব সম্মাননা প্রদান করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডা.মো.ইব্রাহিন টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ।
জেলা কারচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান, ২০১৯ সালের সম্মাননা পেয়েছেন গোলাম মওলা (নাট্যকলা), ডা. সুনীল কুমার বিশ্বাস ( সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), ননী গোপাল বিশ্বাস (কণ্ঠ সংগীত), মো. শামসুল উদ্দীন বিশ্বাস (যাত্রাশিল্পী), শ্রাবনী গুহ জয়া (নৃত্যকলা)।
২০২০ সালে স্বদেশ নাট্যাঙ্গন ( সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. ওলিউল হাসান (নাট্যকলা), শেখর রায় (যাত্রা শিল্প), উত্তম কুমার গোস্বামী ( কণ্ঠ সংগীত), মো. আজমল হোসেন (লোক সংস্কৃতি)।
২০২১ সালে নির্মল কুমার চক্রবর্তী (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), লিটু করিম (নাট্যকলা), অপূর্ব সাহা দ্বিজেন (আবৃত্তি), জান্নাতুল ফেরদৌস মিমি (কণ্ঠ সংগীত) ও বিশ্বজিৎ বিশ্বাস (যন্ত্র সংগীত)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়