রাজবাড়ীতে পৃথক মোটর সাইকেল সংঘর্ষে আহত ৮, ৩ জনকে ফরিদপুরে রেফার্ড
- Update Time : ১০:২২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পৃথক ৪টি মোটর সাইকেল সংঘর্ষে ৮ জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে আশঙ্কাজনক ওই ৩ মোটর সাইকেল আরোহীকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুরে পাঠানো হয়।
আহতরা (আশঙ্কানজক) হলো, রাহুল (২১), আব্দুর রশিদ (৩২) ও জিহাদ (২৫)।
অন্য আহতরা হলো, জিহাদ (১৫), শিমুল (১৮), সজল (২০), আমজাদ (৩৩) ও ফারুক মিয়া (৩২)।
রাজবাড়ী সদর হাসপাতাল সুত্রে জানাগেছে, বিকাল থেকে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়, শ্রীপুর, দাদশী ইউপির সমেশপুর ও পৌর এলাকার ভবানীপুরে পৃথক ৪টি স্থানে মোটর সাইকেল ও কুকুরের সংর্ঘষ হয়। এতে আহত হয়ে ৮ জন রাজবাড়ী সদর হাসপাতালে আসে। এরমধ্যে গোয়ালন্দ মোড় এলাকায় দুই মোটর সাইকেলের সংর্ঘষে ৩ জন, শ্রীপুরে মোটর সাইকেল ও কুকুর সংর্ঘষে ২ জন, দাদশীতে দুই মোটর সাইকেল সংর্ঘষে ২ জন এবং ভবানীপুরে দুই মোটর সাইকেল সংর্ঘষে ১ জন আহত হয়। এ সময় স্থানীয় ও রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন । আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে আশঙ্কাজনক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অনিক দাস শান্ত জানান, আজ বিকালের পর থেকে বেশ কয়েকজন মোটর সাইকেল দূর্ঘটনার রোগী এসেছে। সবাইকে তাদের সাধ্যমত সেবা দিয়েছেন। তবে এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কানক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়