গোয়ালন্দে প্রবাসীর অর্থায়নে নির্মিত হচ্ছে মসজিদ ও এতিমখানা
- Update Time : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
- / ২৫৭ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে এক আমেরিকান প্রবাসীর অর্থায়নে “আমিরুন নেছা জামে মসজিদ ও এতিমখানা” নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কুমড়াকান্দি গ্রামে এ প্রতিষ্ঠানটির নির্মান কাজের শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। আমেরিকা প্রবাসী এস এম রেজা আহমেদের নিজস্ব অর্থায়নে দ্বিতল বিশিষ্ট এ প্রতিষ্ঠানটি গড়ে উঠছে। তিনি পাশ্ববর্তী উজানচর রিয়াজউদ্দিন পাড়ার মরহুম হাতেম আলী শেখের ছেলে।
নির্মানকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, প্রবাসী রেজা আহমেদের স্ত্রী তানিয়া নুর, পৌর কাউন্সিলর নিজাম শেখ, ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পলাশ, সাংবাদিক সিরাজুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মন্জু, শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
আমিরুন নেছা জামে মসজিদের প্রতিষ্ঠাতা এস এম রেজা আহমেদ মুঠোফোনে জানান, দ্বিতল বিশিষ্ট এ প্রতিষ্ঠানটির প্রথম তলায় মসজিদ ও দ্বিতীয় তলায় এতিমখানা থাকবে। এলাকার মানুষের নামাজ আদায়ের পাশাপাশি এতিম শিশুরা থাকা-খাওয়াসহ এখানে অবস্থান করে হাফিজিয়া পড়ার সুযোগ পাবেন। এতিম শিশুদের যাবতীয় ব্যায় তিনি নিজেই বহন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মওলানা মোঃ আবু সাইদ।
উদ্বোধনী বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এর জন্য আমি প্রবাসী রেজা আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়