পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্রেয়াস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

- Update Time : ১০:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ (২৯), বিল জোনা গ্রামের মৃত কালিপদ সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২), সুবর্ণখোলা গ্রামের মোঃ আকামত খানের ছেলে মোঃ কাজল খান (৩৬)। তাদের কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় সক্রিয় একনলা বন্দুক, ২ টি নীল রংয়ের তাজা কার্তুজ, ৩ টি ধারালো ছোরা, একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গী সরকারী বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবনের পূর্ব পাশে খেলার মাঠে অভিযান পরিচালনা করে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গী সরকারী বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠে কতিপয় ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করার খবর পাই। ওই সংবাদের পর তার নেতৃত্বে এসআই মোহাম্মদ মাহাবুর রহমান সহ অফিসার ফোর্স কলেজের একাডেমিক ভবনের পূর্ব পাশে খেলার মাঠে পৌছাইলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় সালমান শাহ, কৃষ্ণ চন্দ্র সিংহ, মোঃ কাজল খানদের আটক করা হয় এবং তাদের সহযোগী ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে একটি লোহার তৈরী দেশীয় সক্রিয় একনলা বন্দুক, ২ টি নীল রংয়ের তাজা কার্তুজ, ৩টি ধারালো ছোরা, একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাংশা থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়