হেরোইন ও ১৩ মোবাইলসহ ১৭ মামলার আসামি রাজবাড়ীর মিলন কসাই গ্রেপ্তার
- Update Time : ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”- এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামানের নির্দেশনায় গত সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই (৫৩) কে গ্রেপ্তার করেছে। মিলন কশাই রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর নতুনপাড়া গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। যার সিংহভাগই মাদক মামলা।
জানাগেছে, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই সনজীব জোয়াদ্দার, এসআই মোতালেব হোসেন, এএসআই শেখ রাজীব হোসনে, এএসআই মোঃ শরীফুল ইসলাম, এএসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ মিলন কসাইকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১৩টি পুরাতন বিভিন্ন মডেলের মোবাইল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের জানান, সিডিএমএস যাচাই করে মিলন কসাই এর বিরুদ্ধে ১৭টি মামলা পাওয়া গেছে। মামলা গুলো হলো, ১। (১১৫৯ঈ) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৭/৮৪, তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০১৯; জি আর নং-৮৪, ধারা- ৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। (১ঝ৯গ৮) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪৪/৫০১, তারিখ- ৩১ অক্টোবর, ২০১৮; ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩। (২ডঢগ৬) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৫/১৫৮, তারিখ- ০৮ এপ্রিল, ২০১৮; জি আর নং-১৫৮, ধারা- ১৯(১)এর১(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৪। (২এ৪ঐগ) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-৭/২১৮, তারিখ- ০৬ আগস্ট, ২০১৭; জি আর নং-২১৮, ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৫। (২অকউজ) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩৯, তারিখ- ২১ আগস্ট, ২০১৬; জি আর নং-২৯০, ধারা- ১৯(১)(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন , ৬। (২ঈছঈ৪) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৯, তারিখ- ০৮ জুন, ২০১৬; জি আর নং-১৭৯, ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। (২৩ঊখ২) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২, তারিখ- ০১ মার্চ, ২০১৬; জি আর নং-৭১, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; ৮। (২১১ঞঢ) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪, তারিখ- ০২ আগস্ট, ২০১৫; জি আর নং-২৩৭, ধারা- ১৯(১)এর১(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৯।(১৫গগঠ) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৫/৩৩৩ তারিখ-১৮ জুন, ২০১৯ইং, ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১০। (১ঘগছ৭) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৮/৩৭৯, তারিখ- ২৪ অক্টোবর, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১১। (১৬৪এঅ) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২২/৫২৪, তারিখ- ১৪ অক্টোবর, ২০১৯; জি আর নং-৫২৪, ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১২। (১৫গগঠ) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৫/৩৩৩, তারিখ- ১৮ জুন, ২০১৯; জি আর নং-৩৩৩, ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৩। (১৩এ৯ক) রাজবাড়ী এর কালুখালী থানার এফআইআর নং-১/১, তারিখ- ০১ জানুয়ারি, ২০২০; জি আর নং-১/২০২০, তারিখ- ০১ জানুয়ারি, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৪। (১ঈ৭ঘ৫) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩১/১২৪, তারিখ- ২৪ মার্চ, ২০২০; জি আর নং-১২৪, ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১৫। (১ঐঢঅঝ) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩৩/১০৩, তারিখ- ২৪ মার্চ, ২০২১; জি আর নং-১০৩,ধারা- ৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৬। রাজবাড়ী সদর থানার মামলা নং ৩৩, তারিখ-২১ মার্চ ২০২৩, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ৮(খ).৪০; ১৭। রাজবাড়ী সদর থানার নন এফ আইআর নং ৩/২০২১, তারিখ-০৫/০১/২০২১; মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়