রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
- Update Time : ০৪:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ২০৭ Time View
ফারিয়া আক্তার রোজা, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে অজ্ঞাত (৪৫) ও গোয়ালন্দে মোড় এলাকায় মিলন মন্ডল (৩৫)নামে দুইজন নিহত হয়েছে।
সোমবার ভোর রাত ৪ টার দিকে খানখানাপুর মোস্তফা ইট ভাটার নিকট ও সকাল ৯ টার দিকে গোয়ালন্দ মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতর মিলন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার রুপপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে। এবং পেশায় সে মাহেন্দ্রা চালক।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সোমবার ভোর ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মোস্তফা ইট ভাটার নিকট অজ্ঞাতনামা গাড়ীর চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ধারনা করা সে মানসিক ভারসাম্যহীন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, সকালে গোয়ালন্দ মোড় এলাকায় মাহেন্দ্রার চাকার নিচে কুকুর পড়ে উল্টে চালক মিলন মন্ডল আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়