পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

- Update Time : ০৩:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট হতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশ বেলা ১২ টার দিকে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্হানীয়রা বলেন, মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে।তার গায়ের রং কালো। খাটো আকৃতির লোকটির পুরো শরীর উলঙ্গ ছিল। তার মুখ-মন্ডল ফোলা ও রক্তাক্ত। বুকের বাম পাশে টেটা বা এ জাতীয় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সরেজমিন দেখা যায়, রবিবার সকাল থেকে শতশত নারী-পুরুষ ও স্কুলের শিক্ষার্থীরা লাশটি দেখতে সেখানে ভিড় করে আছে। তবে কেউই লাশটিকে চিনতে পারেন নি। আলাপকালে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম বলেন, তিনি লাশটি ভাসতে দেখেছেন। অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে দূবৃত্তরা। আমি এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের নিকট অনুরোধ জানাচ্ছি।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির বলেন, দূর্বৃত্তরা অজ্ঞাত ব্যাক্তিকে হত্যার পর এখানে নদীর তীরে অল্প পানিতে ফেলে রাখে।লাশটি সনাক্ত করার জন্য পিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়