বালিয়াকান্দি ও কালুখালীতে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু
- Update Time : ১০:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ২৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্য হয়েছে।
নিহত ব্যাক্তিরা হলেন বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক ও কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিং এর ছেলে কুমত সিং। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ( ১০ মে ) বিকেল সাড়ে চারটার সময় রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক বাড়ির পাশে রাস্তার উপর দারিয়ে ছিল। ঐ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একই সময় কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিং এর ছেলে কুমত সিং তার বাড়ির অদুরে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনিও গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন চিকিৎসক।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়