মাইক্রোবাস আটক, লুন্ঠিত টাকা উদ্ধার, রসুলপুর পীরের বাড়ী ডাকাতির মামলায় গ্রেপ্তার ৬

- Update Time : ১১:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৮৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রসুলপুর গ্রামের পীর হাফেজ মওলানা আব্দুল মতিন নেছারীর বাড়ীতে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। তাদের কাছ থেকে নগদ অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামের মোঃ উজ্জল মোল্লার ছেলে মোঃ মানিক মোল্লা(২২), মোল্লাপাড়ার জহির মন্ডলের ছেলে মোঃ হাসান মন্ডল (২৪), গঙ্গা প্রসাদপুর গ্রামের মোঃ বাবু ড্রাইভার ওরফে বাচ্চু সর্দারের ছেলে মোঃ পিয়াল সর্দার (২২), বড় লক্ষীপুর গ্রামের আক্তার হোসেন মোল্লার ছেলে মোঃ রঞ্জু মোল্লা (২২), গঙ্গা প্রসাদপুর গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে মোঃ রনি ফকির (২২), গঙ্গাপ্রসাদপুর মধ্যপাড়া গ্রামের মৃত রাজ্জাক বেপারীর ছেলে আবুল হাসান বেপারী (৩০)।
তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি আগ্নেয়াস্ত্র সদৃশ খেলনা পিস্তল, পরিত্যক্ত অবস্থায় ডাকাতিতে ব্যবহৃত হায়েছে মাইক্রোবাস ও নগদ ১৭ হাজার ৩ শত টাকা উদ্ধার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, গত ১০ জানুয়ারী সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৬ টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা ৮-১০ জন ডাকাত বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামের পীর হাফেজ মাওলানা আব্দুল মতিন নেদারীর বসত বাড়ীতে মারাত্বক অস্ত্রসহ প্রবেশ করে। বাড়ীর ভেতরে থাকা লোকজনদেরকে প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে ৮ লক্ষ টাকা ও একটি ২২ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েট মোবাইলফোন লুঠ করে নিয়ে যায়। এ ব্যাপারে পীরের জামাতা মওলানা আব্দুল্লাহ বাদী হয়ে গত ১১ জানুয়ারী বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
ওসি বলেন, মামলা দায়ের করার পর রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ বালিয়াকান্দি থানার অফিসার, জেলা গোয়েন্দা শাখার সদস্যদের নিরলস পরিশ্রমে ৪৮ ঘন্টার মধ্যেই ঘটনার মূল রহস্য উদঘাটন করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ মানিক মোল্লা, মোঃ হাসান মন্ডল (২৪), মোঃ দিয়াল সরদারকে গত ১৩ জানুয়ারী গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতের প্রেরণ করা হয়। মানিকের কাছ থেকে ২ ফুট লম্বা একটি দেশীয় তৈরি ধারালো রামদা ও লুন্ঠনকৃত ২ হাজার টাকা, হাসানের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি ছুরি (সুইচ গিয়ার) ও লুন্ঠনকৃত ৪ হাজার ৫শত টাকা ও পিয়ালের কাছ থেকে লুন্ঠনকৃত ৪ হাজার ৫শত টাকা উদ্ধার হয়। মানিক গত ২ বছর আগে রাজবাড়ী সদর থানায় একটি অস্ত্র মামলার আসামী ছিল। তারা ৩ জনই রাজবাড়ী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুধাংশু শেখর রায়ের নিকট ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করেছে।
ওসি বলেন, গত ১৩ জানুয়ারী রাতে অভিযান চালিয়ে মোঃ রঞ্জু মোল্লা, মোঃ রনি ফকির, আবুল হাসান বেপারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ১৪ জানুয়ারী সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে মোঃ মোঃ রঞ্জু মোল্লার নিকট থেকে একটি আগ্নেয়াস্ত্র সদৃশ খেলনা পিস্তল ও লুণ্ঠিত ৩ হাজার ১শত টাকা, রনি ফকিরের কাছ থেকে ৭শত টাকা এবং আবুল হাসান বেপারীর নিকট থেকে ২ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়