রং নম্বরে দু’মাসের পরিচয়, ধর্ষণ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

- Update Time : ১১:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রং নম্বরে মাত্র দুই মাসের পরিচয়ের সূত্রে ধরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোরী (১৭) কে ধর্ষণের পর নগদ আড়াই লাখ টাকা ও ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার ঘটনার মূলহোতা সুদীপ্ত হালদার ওরফে সুমন (৪২) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সাথে লুন্ঠিত প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সুমনকে আজ সোমবার বিকালে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে। সুমন বাগেরহাট জেলার রামপাল থানার বেদকাটা গ্রামের সুকুমার হালদার ও সুহাসিনী হালদারের ছেলে।
আজ সোরবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব জানান, মাত্র দুই মাস পূর্বে মোবাইল ফোনে রং নম্বরে আসামী সুদীপ্ত হালদার ওরফে সুমনের সাথে রাজবাড়ীর বালিয়াকান্দির ওই কিশোরীর পরিচয় হয়। আসামী নিজেকে একজন সরকারী চাকুরীজীবি মর্মে কিশোরীকে পরিচয় দেয় এবং বিবাহের প্রলোভন দেখায়। এর অংশ হিসেবে গত ২২ মে রাতে কৌশলে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে সুমন। সে সময় পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে তারা ঘুমিয়ে যায়। রাত ৩টার দিকে ওই কিশোরীর ঘুম ভেঙ্গে যায় এবং ঘুম থেকে উঠে দেখেন সুমন ঘরে নেই। ঘরের সাব বাক্স ভাঙ্গা। সেখানে গরু কেনার আড়াই লাখ টাকা এবং সোনার চেইন, কানের দুলসহ ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নেই। বিষয়টি ওই সময়ই সে তার পরিবারের লোকজনদের জানায়। পরবর্তীতে ২৪ মে রাতে সুমনে বিরুদ্ধে ওই কিশোরী বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গত রবিবার রাতে নিজ বাড়ী থেকে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। সেই সাথে লুন্ঠিত প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়