আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে ইউএনও মার্জিয়া সুলতানার ব্যতিক্রমী উদ্যোগ
- Update Time : ০৭:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত দরিদ্র ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের পাকা টিনসেড ঘর প্রদান করছেন। রাজবাড়ীর হতদরিদ্ররা পেয়েছেন ঘর, করছেন এখন বসবাস। তবে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায় নি। চলছিলেন তারা নিদারুন দুঃখ কষ্টে। এই বিষয়টিকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। যে উদ্যোগের অংশ হিসেবে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য তিনি আয়বর্ধক কার্যক্রম হাতে নেন। প্রাণি সম্পদ বিভাগ, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে উপকারভোগীদের প্রতিটি পরিবারকে ঘরসহ মুরগী, আশ্রয়ণ প্রকল্পের পাশে থাকা জমিতে সবজি চাষ, প্রকল্পে অবস্থান করা শিশুদের বিদ্যালয়ে গমন নিশ্চিত করা, শিশু ও নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। যার অংশ হিসেবে বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপির মহারাজপুর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে হাস-মুরগি, মুরগির ঘর, খাবার ও বিভিন্ন ফসলের সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার জনি খান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরদার। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, মোমেনা খাতুন, পাপিয়া খাতুন ও জাহিদ শেখ।
জানাযায়, সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা কৃষি ও প্রাণি সম্পদ অফিস আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের হাস-মুরগি পালনসহ রোগা-বালাই সম্পর্কৃত প্রশিক্ষণ দেন। পড়ে ৩০টি উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় মুরগি, মুরগির ঘর, খাবার ও বিভিন্ন ফসলের জন্য সার-বীজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়