গোয়ালন্দে সেচের জলে কৃষকের ফসল জলাবদ্ধ

- Update Time : ১০:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ২৪০ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের সেচ জলে তিন বিঘা কৃষি ফসলী জমির ফসল জলাবদ্ধতা তৈরী হওয়ার ফলে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ফসলের ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা
ইউনিয়নের রসুলপুর গ্রামের আবাদী ফসলী মাঠে জলাবদ্ধ তৈরী হয়েছে।
ক্ষতিগ্রস্হ্য কৃষক আব্দুর রাজ্জাক শেখ ও মেহের আলী জানান,তারা অনেক ধারদেনা করে
সম্প্রতি ২ বিঘা জমিতে হালি পিয়াজ,আধা বিঘা জমিতে গম ও আধা বিঘা জমিতে কালো জিরা আবাদ করেন।
গত শনিবার (২৮ জানুয়ারি) রাতের আঁধারে স্হানীয় মজিদ শেখ তার পুকুরে
স্যালোমেশিন বসিয়ে তার পাশ্ববর্তী ইরি ধান ক্ষেতে পানি সেচ দেন। সেঁচের পানিতে পাশের রাজ্জাক শেখ ও মেহের আলীর আবাদী ফসলি জমির ফসল পুরোপুরি তলিয়ে যায়।এতে তাদের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।ফসল তলিয়ে যাওয়া নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে মজিদ শেখ ও তার লোকজন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়ে চলে যেতে বলেন।
এমতাবস্থায় তারা মজিদ শেখসহ চারজনকে অভিযুক্ত করে গত রবিবার (২৯ জানুয়ারি)
গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের
করেন।
অভিযোগের ব্যাপারে মজিদ শেখের মুঠোফোনে ফোন করলে তিনি জানান, আমি তাদেরকে কোন হুমকি ও ভয়ভীতি দেখাইনি। তবে তাদের ক্ষতি হয়েছে এটা সত্য । থানা ও কৃষি অফিস থেকে
তদন্তে এসেছিল। এ বিষয়ে যে রায় হয় আমি তা মেনে নেব। তবে তারা থানা ও এসিল্যান্ড অফিস পর্যন্ত না গেলেও পারত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে
উভয় পক্ষকে নিয়ে বুধবার (১ ফেব্রুয়ারী)শুনানি ডেকেছি। এ ঘটনায় সঠিক বিচার করা
হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়