রাজবাড়ীর পদ্মায় বালুবাহি ট্রলারে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, ৩ শ্রমিক গুলি বিদ্ধ

- Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীতে বালুবাহি ট্রলারে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় ৩ জন শ্রমিক গুলি বিদ্ধ হয়েছে। আহত ওই সকল শ্রমিকদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার অদুরে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, বাগেরহাট জেলার স্মরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮), বরিশালের আব্দুল বারেকের ছেলে মোঃ সজিব (৩১) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মোঃ আব্দুল্লাহ (৫০)।
রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হওয়া আহত মোঃ আব্দুল্লাহ বলেন, তারা রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে ট্রলারে বালু ভর্তি করেন। এর পর তারা রওনা হন। কিছুদুর আসতেই একটি স্প্রিডবোর্ডে আসা ৩/৪ জনের একদল দূর্বৃত্ত অতর্কিত ভাবে গুলি বর্ষণ করে। তার মুখে ও পেটে ২টা এবং অপর শ্রমিক আব্দুর রবের মুখে, গলায় ও পেটে ৩টা ও সজিবের পায়ে একাধিক গুলি লাগে।
অপর শ্রমিক আরিফ বলেন, ট্রলার থেকে চাঁদা তোলা হচ্ছিল। গত শুক্রবার থেকে চাঁদা দেয়া বন্ধ করা হয়েছে। যে কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীও জানান।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, গুলি গুলো রব ও আব্দুল্লাহর শরীরের মধ্যে রয়েছে। যা অপারেশন করে বের করতে হবে। যদিও গুলি বিদ্ধরা শঙ্কা মুক্ত।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ তারা পাননি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়