দৌলতদিয়ার পদ্মায় ২০ কেজির বাঘাইড়, দাম ২৩ হাজার
- Update Time : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মায় জমির হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বড় আকৃতির বাঘাইড়।
পড়ে মাছটি ১ হাজার ১৫০টাকা কেজি দরে মোট ২৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
সোমবার ভোরে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পরে।
সকালে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে বিক্রি করতে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে রওশন মোল্লার আড়ত থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ১শ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় মাছটি কিনে নেয়।
জেলে জমির হালদার জানান, অন্যান্য দিনের আজও কয়েকজনকে সাথে নিয়ে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটের অদুরের পদ্মায় জাল ফেলেন। সকালের দিকে জাল টেনে তোলার সময় ঝাকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। তখন জাল ওপরে তুলতেই দেখতে পান একটি বড় বাঘাইড় মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে এনে মাছটি ওজন দিয়ে বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে ঘাটের রওশন মোল্লার আড়ত থেকে একটু লাভের আশায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ১শ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় মাছটি কিনে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পড়ে ঢাকার এক ব্যবসায়ীর কাছে সামান্য কেজিতে ৫০ টাকা লাভে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এখন পদ্মায় প্রায় মাঝে মধ্যেই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হচ্চে জেলেরা। বিভিন্ন সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে এখন এই বড় বড় মাছ গুলো পাওয়া যাচ্ছে। কিন্তু অনেক সময় নিষেধাজ্ঞা মানতে চায় না জেলেরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়