একুশের প্রথম প্রহরে রাজবাড়ীতে ভাষা শহীদদের স্মরণ

- Update Time : ০৬:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফুলের শ্রদ্ধাঞ্জলি অপর্ণের মাধ্যমে রাজবাড়ীতে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের ।
মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন।
এরপর স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমুহ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রমূখ।
এদিকে একুশের প্রভাত ফেরিতে শ্রদ্ধা জানাবে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ স্বেচ্ছাসেবী সংগঠন সমুহ ।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, একুশ ও স্বাধীনতার চেতনা এক সুত্রে গাথা। এগুলো হৃদয়ে ধারন করতে হবে। এবং সবাই একুশের চেতনায় জগ্রত হয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের চেষ্টা করছেন। মানুষ আগে থেকে অনেক সচেতন। বিভিন্ন সাইনবোর্ড ও নামকরণে এখন বাংলায় লেখা হয়। সেখানে বাংলা ভাষার প্রচলন সম্ভব না, প্রয়োজনে সেখানে আইন প্রয়োগ করবেন।
রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, ভাষা শহীদদের সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সরকার থেকে বলার পরও বাংলা ভাষার প্রচলন সব জায়গায় হচ্ছে না। সবাইকে সচেতন হবার পাশাপাশি সর্ব স্তরে বাংলা ভাষার ব্যবহার করা প্রয়োজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়