৮ বছর পর রাজবাড়ীর স্কুল ছাত্র মিদুল হত্যার রায়, ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2023/08/icon.png)
- Update Time : ০৮:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ৭৩ Time View
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2022/08/Untitled-15_720p.mp4_000005520-1024x512.jpg)
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্কুল ছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দন্ডাদেশ দেন।
এ সময় মামলার দুই নম্বর আসামী রুবেলকে ফাঁসি এবং মামলার অপর আসামী রাফিজুল মন্ডল, পিয়ারুল, পিয়াল ও মোঃ রায়হানকে যাবজ্জীবন দন্ডাদেশ দেয়া হয়। এছাড়া এলেম ও ফরিদ নামের দুই আসামীকে খালাস দিয়েছে আদালত।
জানাগেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাহিদ হাসান মিদুলকে ছরিকাঘাত করে হত্যা করা হয়। পড়ে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুল ছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালতের বিচারক আজকে এ দন্ডাদেশ দেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবি উজরি আলী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেন আসামী পক্ষের আইনজীবি নেকবর হোসেন মনি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়