গোয়ালন্দে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ
- Update Time : ১০:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পহেলা ফাল্গুন বসন্তবরন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখা এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠের বটতলায় মঙ্গলবার বিকেল ৪ টায় শুরু হয়ে সন্ধ্যার পর পর্যন্ত চলে জমজমাট এ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি গণেশ চন্দ্র পাল।
সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দীন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, সরকারী কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ বাজার পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া প্রমূখ। শতশত নারী-পুরুষ ও শিশু বর্ণিল সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়