বাণিবহে গৃহবধুকে হত্যার প্রতিবাদে রাজবাড়ী জেলা মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
- Update Time : ০৮:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৯৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের গৃহবধু বিউটি খাতুন (৩০) হত্যার প্রতিবাদে ও অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
রবিবার বিকালে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা সভাপতি ডা: পূর্ণিমা দত্ত, সাধারন সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা এবং লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১৮ জানুয়ারী গভীর রাতে বিউটি খাতুনকে তার স্বামী পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলে বিউটি খাতুন মারা যান। তার স্বামী মোঃ লতিফ কাজী বর্তমানে পলাতক রয়েছে।
এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে আসামীকে প্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়