পাংশায় তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণের পর হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে তালাকাপ্রাপ্ত এক নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় এক নারীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো,রাজবাড়ীর পাংশা উপজেলার রঞ্জুর হোসেন, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, আশরাফ,হযরত আলী এবং কুষ্টিয়া সদর উপজেলার জয়গুন বেগম। এদের মধ্যে রঞ্জুর হোসেন ও আশরাফ পলাতক রয়েছে।
জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে আমেনা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পাংশা থানার পুলিশ। ঘটনার পরদিন ২৯ সেপ্টেম্বর তারিখে নিহতের ভাই আব্দুস সালাম পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে উল্লেখিত রায় ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়