ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ বালু ব্যবসায়ী নান্নু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ১৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইউএসএ’র তৈরী পিস্তল ও গুলিসহ মোঃ নান্নু শেখ (৩৩) নামে একজন বালু ব্যবসায়ীকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে।
নান্নু শেখ রাজবাড়ী জেলা শহরের সোনাকান্দর গ্রামের মোঃ মোকারম শেখের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার সকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ডিএডি শেখ ইসমাইল আমিন বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাদী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকালে রাজবাড়ী জেলা শহরের রেলওয়ে ম্যান্স অবসর প্রাপ্ত কল্যাণ পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালায় র্যাব সদস্যরা। ওই সময় র্যাব সদস্যদের দেখে কৌশলে নান্নু শেখ পালিয়ে যাবার চেষ্টা করলে তারা তাকে গ্রেপ্তার করেন এবং তার কাছ থেকে ইউএসএ’র তৈরী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে নান্নুকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়। নান্নু একজন বালু ব্যবসায়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০