প্রচন্ড তাপদাহ : বিদ্যুৎ সাশ্রয় ও মশার কয়েল থেকে সাবধান থাকতে হবে-রাজবাড়ীর জেলা প্রশাসক

- Update Time : ০৮:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৬৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেছেন, প্রচন্ড গরমে লোডশেডিং হতে পারে, এখনই বিদ্যুৎ ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে। একদিকে তাপদাহ অন্যদিকে গরুর ঘরে মশার উৎপাদন। গরুর ঘরে মশার কয়েল জ্বালাতে গিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই সবাইকে আরো সাবধান হতে হবে। পাশাপাশি বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস কার্যালয়কে সব সময় প্রস্তুুত থাকার নির্দেশ প্রদান করেন।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক আবু কায়সার খান।
জেলা উন্নয়ন সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্না রানী সাহার সঞ্চালনায় বক্তৃতা করেন, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আছাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ। এ সময় জেলা সকল সরকারী দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সব দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি, সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়