নির্বাচনী প্রশ্নে আমরা এক, মুল লক্ষ্য শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনা- এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৫৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, দলের মধ্যে যতই ভুল বুঝাবুঝি থাক নির্বাচনী প্রশ্নে আমরা সবাই এক এবং গ্রুপিং থাকলেও এক হয়ে যাবেন। জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনাই হবে, এটাই আমাদের সবার মূল উদ্দেশ্যে। শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি আবারও সরকার গঠন করবে।
শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম পর্বে রাজবাড়ীতে জাতীয় সহ দলীয় অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতৃকিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
কাজী কেরামত আলী বলেন, আজ বিএনপি জামায়াত মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্তি করছে। দেশের মানুষ দেখছে শেখ হাসিনা মানে উন্নয়ন, আওয়ামী লীগ মানে উন্নয়ন। তাই এই ধরাবাহিকতা রক্ষায় জনগণ নৌকায় ভোট দেবে। এ জন্য সবাই সব ভেদাভেদ ভুলে এক হয়ে দেশ ও দশের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি সহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বিতীয় পর্বে বিকালে রয়েছে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়