অধিকার পরিষদের নূরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

- Update Time : ১০:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ৩৯ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
গণভবন ও বঙ্গভবন দখলের হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করায় বিকাশ অধিকার পরিষদের সদস্য-সচিব নূরুল হক নূরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্দ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদুর রহমান জয় এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ আসাদ, জাকির প্রাথমিক, সাধারন সম্পাদক নাহিদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক বিজয় শেখ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানা, আব্দুল আলিম, প্রচার মোঃ সজিব মোল্লা প্রমূখ।
এ সময় বক্তরা নূরের বক্তব্য প্রত্যাক্ষান ও নূরকে প্রতিহত করতে সবার প্রতি আহব্বান জানান। নূরকে প্রকাশে ক্ষমা চাওয়ার পাশি রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখা নূরকে ঘিরে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়