রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- Update Time : ০৩:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে (২৪ থেকে ৩০ জুলাই) পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা।
পড়ে সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে আমন্ত্রিত, মৎস্যচাষী, মৎস্যজীবি সহ অনেকে অংশ গ্রহন করেন।
র্যালি শেষে জেলা প্রশাসক আবু কায়সার খানের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পড়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের এমপি সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সফল মৎস্যচাষী আলমগীর শেখ, তানভীর বিন মাহমুদ চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়