যে যত বড় পদে আছেন, সে তত বড় সেবক- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

- Update Time : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ২৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘ এ রাষ্ট্রের মালিক জনগণ। আমরা যারা সরকারের কাজ করি তারা তাদের সেবক ভাববো, যে যত বড় পদে আছেন সে তত বড় সেবক’ রবিবার দুপুরে রাজবাড়ী জজ আদালত চত্ত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামের স্থান ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্ত্বিপ্রস্তর স্থাপন কালে প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশের আদালতে প্রায় ৪০ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বাদী-বিবাদী হাজিরাসহ নানা কাজে আদালতে আসতে হয়। প্রতিটি মামলায় গড়ে পাঁচজন করে আদালতে তাহলে কত লোকের সমাগম হয় আদালতে। কিন্তু এসব সাধারণ মানুষের বিশ্রামের কোন ব্যবস্থা নেই আদালত এলাকায়। তাদের জন্য ট্রয়লেট ব্যবস্থা নেই। বিচারপ্রার্থী এসব মানুষের কোন সুযোগ সুবিধা নেই। ‘ এসব বিষয় দেখার দায়িত্ব রাষ্ট্রের। বিষয়টি আমরা প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি দেশের প্রত্যেক আদালতে ন্যায়কুঞ্জ বানানোর সম্মতি দেন। এজন্য সরকার গত সপ্তাহে আমাদের ন্যায় কুঞ্জ বানানোর জন্য ৩৫ কোটি টাকা দিয়েছে। আমরা দেশের প্রত্যেক আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করবো পর্যায়ক্রমে।
আদালতগুলোতে মামলা জট কমানো প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বিচারকের সংখ্যা সারা দেশে রয়েছে দুই হাজার। প্রয়োজনের তুলনায় কম। তারপরও আমাদের বিচারকগণ মামলাজট কমানোর বিষয়ে খুবই আন্তরিক। আমরা চেষ্টা করছি মামলা জট কমানোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী আদালতের বিচারকবৃন্দ ও রাজবাড়ী বারের আইনজীরা। ন্যায় কুঞ্জ উদ্বোধন শেষে প্রধান বিচারপ্রতি রাজবাড়ী বিচারবিভাগের সাথে মতবিনিময় করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়