রাজবাড়ীতে বিএনপি’র ৪১ জন চিহ্নিত, অজ্ঞাত আসামি ১২০, গ্রেপ্তার ১৭ জন কারাগারে
- Update Time : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ন আহ্বায়ক ফারজানা আক্তার ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামী পলাতক রয়েছে। শনিবার রাতে জেলার ৪১ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। রবিবার তাদের দুপুরে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী থানা থেকে আদালতের পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ন আহ্বায়ক ফারজানা আক্তার ডেইজি, গোয়ালন্দের দেওয়ানপাড়ার আবু বক্কারের ছেলে নুরুল ইসলাম, বালিয়াকান্দির নবাবপুরের কামারদা চরদক্ষিণবাড়ীর ছাইদ শেখের ছেলে মনিরুল শেখ, বালিয়াকান্দির মজরপুর গ্রামের নিহাজ উদ্দিনের ছেলে আলামিন হোসাইন, বালিয়াকান্দির বহরপুরের আমিনুল ইসলামের ছেলে মারুফ হোসাইন ও একই গ্রামের ওহাব শেখের ছেলে জাকির হোসেন, বালিয়াকান্দির ছোট ঘিকমলার আব্দুল ওহাব শেখের ছেলে রাসেল শেখ, কালুখালীর লাড়িবাড়ীর বিকয়া গ্রামের মৃত হাকিম বিশ^াসের ছেলে শহিদ বিশ^াস, কালুখালীর লাড়িবাড়ী গ্রামের মৃত সাগর শেখের ছেলে রবিউল শেখ, বরাটের মধুরদিয়া গ্রামের মৃত গফুর সরদারের ছেলে ফরহাদ সরদার, রামকান্তপুর পাঠানপাড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মান্নান মোল্লা, রামকান্তপুর চরপাড়ার আনোয়ার মন্ডলের ছেলে আনিস মন্ডল, জেলা শহরের বিসিক নতুনপাড়া গ্রামের মৃত গনি সরদারের ছেলে জিয়া সরদার, জেলা সদরেরর পাকুরিয়া গ্রামের মৃত কোবেদ মোল্লার ছেলে মজিদ মোল্লা, জেলা সদরের মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের জিয়াউল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, রামকান্তপুর চর পাড়ার মৃত ফকর উদ্দিন মোল্লার ছেলে মোতাহার মোল্লা ও দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়ার মৃত আকেন শেখের ছেলে ইদ্রিস শেখ।
পুলিশ জানায়, গত শনিবার বিএনপির বিক্ষোভের সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ওপর হামলা করে। রাতে সদর থানার উপ-পরিদর্শক মো. মাহাবুর হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর পর তারা জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। তিনি আরো বলেন, এ ঘটনা নিয়ে আগামীকাল সোমবার বেলা ১২টায় তার নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
গত শনিবার যা ঘটেছিলো তা দেখতে ক্লিক করুন —–
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়