নানা আয়োজনে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
- Update Time : ০৪:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” -এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে রাজবাড়ীর পুলিশ লাইন্স ড্রিলশেডে বেলুন ও পায়রা উনিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পুলিশ লাইন্স থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়।
পুলিশ সুপার এম,এম, শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিনিধি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এসএম নওয়াব আলী, আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সেহরা প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন।
পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা এবং এসআই তারিকুলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়