হেরোইনসহ খানখানাপুরের রুনু মেম্বর দৌলতদিয়ায় গ্রেপ্তার
- Update Time : ১১:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ২৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ ফিরোজ আহমেদ রুনু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য। একই ইউনিয়নের চর ধোপাাখালী গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে তিনি।
এ ঘটনায় ওই ইউপি মেম্বারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছেন রাজবাড়ীর আদালত।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ফিরোজ আহমেদ ওরফে রুনু একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী ও পাশের পোড়াভিটা এলাকায় বিভিন্ন মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিলেন।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়