বালিয়াকান্দি ও গোয়ালন্দে পানিতে ডুবে স্কুল ছাত্রসহ ২জনের মৃত্যু
- Update Time : ১১:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ২৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি ও গোয়ালন্দে পানিতে ডুবে ইয়াছিন শেখ (২) নামে এক শিশু ও মিরাজ মন্ডল (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
ইয়াছিন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী চড়পাড়া গ্রামের মোঃ হাসান শেখের ছেলে। মিরাজ গোয়ালন্দ উপজেলার নবুওসিমুদ্দিন পাড়ার বাদল মন্ডলের ছেলে ও চতুর্থ শ্রেণীর ছাত্র।
বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর বলেন, বৃহস্পতিবার দুপুরে খেলা করতে গিয়ে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। লোকজন দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুর রহমান বলেন, স্কুল ছাত্র মিরাজ স্কুল থেকে বাড়ী ফিরে পুকুরে বন্ধুদের সাথে নেমে আর উঠে আসেনি। বিকাল ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে এক ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়