যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন সাবেক এমপি খৈয়মের ভাগিনা রিমন
- Update Time : ০২:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সন্তান প্রকৌশলী মোহাম্মদ রোমালাস মাহমুদ (রিমন) যুক্তরাজ্যের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ৪ মে যুক্তরাজ্যের (ব্রিটেন) ডার্লিংটন কাউন্সিলের স্থানীয় সরকার নির্বাচনে বরো কাউন্সিলের স্টিফেনস ওয়ার্ডের এ নির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে কাউন্সিলর নির্বাচিত হন। রিমন রাজবাড়ীর সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ভাগিনা।
জানা গেছে, প্রকৌশলী মোহাম্মদ রোমালাস মাহমুদ (রিমন) বাংলাদেশী বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিক হিসেবে এ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। তার জন্মভূমি বাংলাদেশের রাজবাড়ী জেলা সদরের পৌরসভাধীন কলেজপাড়া গ্রামে। তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোশারফ হোসেন সুমন এবং মাতা অবঃ স্কুল শিক্ষিকা জেসমিন নেওয়াজ। প্রকৌশলী রিমন পরিবারের বড় ছেলে।
ব্যক্তিগত জীবনে ২ পুত্রের জনক মোহাম্মদ রোমালাস মাহমুদ যুক্তরাজ্যে তথ্য প্রযুক্তি সেক্টরে কর্মরত। তার স্ত্রী ডাঃ সৈয়দা সামুন্তা ফারজানা ডার্লিংটন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
প্রকৌশলী মোহাম্মদ রোমালাস মাহমুদ (রিমন) তার এ সাফল্যে বাংলাদেশের সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েজেন। বিশেষ করে তার শৈশব ও কৈশরের স্মৃতি বিজড়িত বাংলাদেশের অনগ্রসর জেলা রাজবাড়ীর মাটি ও মানুষের প্রতি অকৃত্তিম ভালবাসা ও গভীর শ্রদ্ধা এবং সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
উল্লেখ্য আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে এই প্রথম রাজবাড়ীর কোন নাগরিক নির্বাচিত হলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়